ক্ষণে নৃত্য, ক্ষণে নত, ক্ষণে বাহুতাল।
ক্ষণে যোড়-যোড়-লম্ফ দেই দেখি ভাল ॥
বাহুতাল, —কুস্তির আখড়ায় বা দ্বন্দ্বযুদ্ধে আহ্বান অথবা আক্রমণ করিবার উপক্রমকালে বাহুর উপরে করতল দ্বারা আঘাত।
যোড়-যোড়-লফ অর্থাৎ যুগ্মপদে লম্ফ ;পাঠান্তরে যোড় যোড় লম্ফ—অশ্বের ন্যায় লম্ফ প্রদান অথবা শব্দমুখে লম্ফ প্রদান।