তিন মাস না করিলা অন্নের গ্রহণ।
চৈতন্যপ্রভাবে সবে রহিল জীবন ॥
ভক্তিমান্ হাড়ো উপাধ্যায় পুত্র দান করিয়া উন্মত্তপ্রায় হইলেন। তিনি ভগবদ্ভক্তিরসে বিহ্বল হইয়া লোক-নয়নে জড়সদৃশ পরিলক্ষিত হইলেন। সাধারণ মনুষ্য যেরূপ অন্নপানাদি গ্রহণ করে, হাড়াই পণ্ডিত সেইরূপ অন্নাদি-বিরহিত হইয়া তিনমাস কাল কাটাইয়া দিলেন। তথাপি তাঁহার সাধারণের ন্যায় শরীরের পতন হইল না। জীবন থাকিল বটে, কিন্তু নির্জীবতাই অবশিষ্ট রহিল।