দৈবে সে-ই বস্তু, কেনে নহিব সে মতি?
অন্যথা লক্ষ্মণ কেনে গৃহেতে উৎপত্তি ?॥
কৃষ্ণ! আমার এই বিষম বিপদে, দশরথের যেরূপ অবস্থা হইয়াছিল, সেই অবস্থায় অবস্থিত দেখিয়া আমার দোদুল্যমান। চিন্তাস্রোত হইতে আমাকে রক্ষা করুন। আমি দৈবক্রমে সেই দশরথ এবং আমার পুত্র রাম। নতুবা আমার পুত্রের এইরূপ বিচার হইবে কেন? যদি তাহাই না হইবে, তবে ঐ পুত্রের এরূপ বিরাগভাবের লক্ষণ কেন দেখা দিবে?’।