যদ্যপি রাম-বিনে রাজা নাহি জীয়ে।
তথাপি দিলেন—এই পুরাণেতে কহে ॥
বিশ্বামিত্রের আবেদনে রাজা দশরথ প্রাণসম পুত্রকে তাঁহার করে অর্পণ করিয়াছিলেন,—এ-কথা প্রাচীন ইতিহাসে দেখা যায়। রামের বিরহে দশরথের প্রাণরক্ষা হওয়া কঠিন ছিল, এরূপ ক্ষেত্রেও রাজা দশরথ প্রাণসম পুত্রকে প্রদান করিয়াছিলেন।