অন্তর্যামী নিত্যানন্দ ইহা সব জানে।পিতৃসুখ-ধর্ম পালি আছে পিতা-সনে ॥
নিত্যানন্দপ্রভু সাক্ষাৎ পরমাত্মা বিষ্ণু বলিয়া তাঁহার এইসকল সম্যক্ উপলব্ধির বিষয় ছিল। পিতার সহিত পিতৃসুখ- সম্বর্ধনার্থ সেইরূপভাবে পিতৃসেবায় নিযুক্ত ছিলেন।