ছাড়ি’ ধন, পুত্র, গৃহ, সর্ব-ভক্তগণ।অহর্নিশ প্রভু-সঙ্গে করেন কীর্তন ॥
সকল সেবকগণ তাঁহাদের নিজ নিজ গৃহ, ধন ও প্রিয় পুত্র প্রভৃতির সঙ্গ পরিহার করিয়া সর্বক্ষণ প্রভুর সঙ্গে কৃষ্ণকীর্তনে যোগ দিয়াছিলেন।