সকল পুত্রের জ্যেষ্ঠ—নিত্যানন্দ রায়।
সর্ব-সুলক্ষণ দেখি’ নয়ন জুড়ায় ॥
সেই একচক্রা গ্রামে হাড়াইপণ্ডিত-নামে একজন উদারচরিত্র, বিষয়-বিরক্ত ব্রাহ্মণ ছিলেন। তাঁহার পতিব্রতাপত্নী জগন্মাতা পদ্মাবতী দেবী। তিনি বিষ্ণুর প্রবলা শক্তিধারিণী ছিলেন। ইঁহাদের কতিপয় পুত্রের মধ্যে প্রভু নিত্যানন্দ সর্বজ্যেষ্ঠ ছিলেন।