‘মৌড়েশ্বর’ নামে দেব আছে কত দূরে।
যারে পুজিয়াছে নিত্যানন্দ হলধরে ॥
ভগবান্ নিত্যানন্দ গঙ্গার পশ্চিমাংশ রাঢ়দেশে একচক্ৰানামক গ্রামে জন্মগ্রহণ করিয়াছিলেন। তাহারই অনতিদূরে মৌড়েশ্বর (মতান্তরে ময়ূরেশ্বর) নামক একটী শিবলিঙ্গ বিরাজমান। প্রভু নিত্যানন্দ কোন সময়ে তাঁহার পূজা করিয়াছিলেন।