পাষণ্ডীরে আর কেহ ভয় নাহি করে।
হাটে ঘাটে সবে ‘কৃষ্ণ’ গায় উচ্চস্বরে ॥
যখন শ্রীগৌরহরি সকলের নিকট আপনার স্বরূপ প্রকাশিত করিয়াছিলেন, তৎকালে সকলেই জড়ের নানা প্রকার অসুবিধা পরিহার করিয়া চিন্ময়-আনন্দে পরিপ্লুত হইয়াছিলেন। সুতরাং সেই সকল ভক্ত সর্বক্ষণ হাটে-ঘাটে সকলস্থানে উচ্চৈঃস্বরে কৃষ্ণগান করিয়া পাষণ্ডিগণের কল্পিত রাজভয়ে ভীত হন নাই ।