সেবকের হিংসা মুঞি না পারোঁ সহিতে।কাটিনু আপন পুত্র সেবক রাখিতে ॥
আমি কোনপ্রকারেই আমার প্রিয় ভৃত্যের প্রতি মৎসর ব্যক্তিগণের ঈর্ষা বা দ্বেষ সহ্য করিতে পারি না। তজ্জন্য ভক্তের পক্ষ গ্রহণ করিয়া আমার নিজ পুত্রকেও কাটিয়া ফেলিয়াছিলাম।