দেখিয়া প্রভুর প্রেম সর্ব-দাসগণ।চতুর্দিকে প্রভু বেড়ি’ করয়ে ক্রন্দন ॥
প্রভুর প্রেমসন্দর্শনে তাঁহার সকল ভক্তগণ তাঁহাকে বেষ্টন করিয়া প্রেমপূর্ণ হইয়া ক্রন্দন করেন।