যে কালে করিনু মুঞিঃ পৃথিবী উদ্ধার।
হইল ক্ষিতির গর্ভ পরশে আমার ॥
আমি যে সময়ে জলমগ্না ধরণীকে উত্তোলন করিয়াছিলাম, তৎকালে তাহার সহিত আমার সংস্পর্শে তাহার গর্ভসঞ্চার হইয়াছিল। ভাঃ ১০/৫৮/৩৮ শ্লোকের শ্রীবৈষ্ণবতোষণীধৃত শ্রীবিষ্ণুপুরাণবচনে পৃথিবীর উক্তি—“যদাহমুদৃতা নাথ, ত্বয়া শূকরমূর্তিনা। তৎস্পর্শসম্ভবঃ পুত্রস্তদায়ং ময্যজায়ত।