পুত্র কাটোঁ আপনার সেবক লাগিয়া।
মিথ্যা নাহি কহি গুপ্ত শুন মন দিয়া ॥
আমি আমার ভক্তবিদ্বেষীর আচরণ আদৌ সহ্য করিতে পারি না। যদি আমার কোন পুত্রেও আমার ভক্তের বিদ্বেষ করে তাহা হইলে সেই প্রিয় পুত্রকেও আমি বিনাশ করিতে প্রস্তুত আছি, এমন কি আমি ভগবদ্ভক্তের জন্য আমার নিজপুত্রকেও কাটিয়া ফেলিতে পারি—এই সত্য কথা আমি প্রকৃত প্রস্তাবেই তোমার নিকট বলিতেছি, —ইহা আমার অতিশয়োক্তি নহে।