সংকীর্তন আরম্ভে মোহার অবতার।
ভক্তজন লাগি’ দুষ্ট করিমু সংহার ॥
আমি সংকীর্তনারম্ভের পূর্বে সাধারণ কর্মফলবাধ্য ব্রাহ্মণ-বটু বলিয়া জগৎকে মোহিত করিয়াছিলাম ।কিন্তু সঙ্কীর্তনপ্রচারমুখে আমি বৈকুণ্ঠ হইতে প্রপঞ্চে অবতীর্ণ হইয়াছি,—ইহা সকল লোককে জানাইয়া দিয়াছি। আমার এখানে অবতরণ করিবার কারণ এই যে, ভক্তিবিদ্বেষী অসুরগণ ভক্তগণকে তাহাদিগের পারমার্থিক-উন্নতির ব্যাঘাত-কল্পে নানাপ্রকার উপদ্রুত করে। তহাদের সেইসকল বাধাবিঘ্ন হইতে রক্ষা করিবার জন্য আমি ভক্তদ্বেষীগণকে ধ্বংস করিব।