পুণ্য পবিত্রতা পায় যে-অঙ্গ-পরশে।তাহা ‘মিথ্যা’ বলে বেটা কেমন সাহসে? ॥
আমি যজ্ঞবরাহ-রূপ ধারণ করিয়া বেদহীন পৃথিবীকে আধ্যক্ষিক-জ্ঞানরূপ-জল হইতে উদ্ধার করিয়াছিলাম। আমি সকল বেদের সারবস্তু।