বাখানয়ে বেদ, মোর বিগ্রহ নাম মানে।
সর্ব অঙ্গে হৈল কুষ্ঠ, তবু নাহি জানে ॥
প্রকাশানন্দ উপনিষৎ প্রভৃতি ব্যাখ্যা করে বটে, কিন্তু ভগবানের চিন্ময়-বিগ্রহে নিত্যাধিষ্ঠান স্বীকার করে না, তজ্জন্য অপরাধী হওয়ায় তাহার শরীরের সর্বত্র কুষ্ঠরোগ হইয়াছিল। তথাপি তাহার জ্ঞানোদয় হয় না।