কাশীতে পড়ায় বেটা প্রকাশ-আনন্দ।
সেই বেটা করে মোর অঙ্গ খণ্ড খণ্ড ॥
‘প্রকাশানন্দ’ -নামক একজন কেবলাদ্বৈতবাদী অধ্যাপক্যযতি বেদের ব্যাখ্যাকালে আমার অপ্রাকৃত নিত্য অঙ্গসমূহকে বিখণ্ডিত করে ।এই প্রকাশানন্দকে কেহ কেহ অনভিজ্ঞতা-বশে কাবেরী-প্রবাসী ব্যঙ্কটভট্টের অনুজ প্রবোধানন্দের সহিত সমজ্ঞান করে। ভক্তমাল-নামক সহজিয়া-গ্রন্থাভ্যন্তরে এইপ্রকার ভ্ৰম-দোষ প্রবেশ করায়, অধূনাতন লেখকগণের মধ্যেও সেই ভ্ৰম-দোষ ন্যূনাধিক প্রবেশ করিয়াছে।