প্রভুর নির্বিশেষ-মতবাদ-খণ্ডন:—
“হস্ত পদ মুখ মোর নাহিক লোচন।
এইমত বেদে মোরে করে বিড়ম্বন ॥
নির্বিশেষবিচারপর ব্যক্তিগণ ভগবানের নিত্য শ্রীমূর্তি বুঝিতে না পারিয়া বেদ-কথিত প্রাকৃত হস্ত-পদ-মুখাদি আরোপ করিয়া ভগবদ্বস্তুর আকার নাই, বিলাস নাই প্রভৃতি বিচার করেন। বিদ্বদ্রূঢ়ি-বৃত্তিতে শব্দার্থে প্রবিষ্ট হইলে বুঝা যায় যে, ভগবানের জড়হস্ত-পদ-মুখের বিনিময়ে চিন্ময় হস্ত-পদ-মুখ-নেত্রাদি আছে। ‘অপাণি-পাদো জবনোগ্রহীতা পশ্যত্যচক্ষুঃ স শৃণোত্যকর্ণঃ’ (শ্বেঃ ৩/১৯) ইত্যাদি শ্ৰুতি তাহা তারস্বরে কীর্তন করিতেছেন। যে-সকল লোক বেদের তাৎপর্য বুঝিতে না পারিয়া বিড়ম্বিত হয়, তাহাদিগের প্রতি করুণা-প্রদর্শন-কল্পে শ্রীগৌরহরি তাদৃশ দর্শনে দৃষ্ট বেদের আদর করিতে পারেন নাই।