গুপ্তবাক্যে তুষ্ট হৈলা বরাহ ঈশ্বর।
বেদ-প্রতি ক্ৰোধ করি’ বলয়ে উত্তর ॥
শ্রুতিসকল আধ্যাক্ষিক-জ্ঞান-সম্পন্ন মুমুক্ষুগণকে বঞ্চনা করিবার জন্য শব্দের অজ্ঞরূঢ়িবৃত্তি তাহাদের নিকট প্রকাশিত করেন। আধ্যক্ষিক মায়াবাদী অধিরোহবাদ অবলম্বনপূর্বক বেদ অধ্যয়ন করে বলিয়া বেদশাস্ত্র তাহাদের নিকট অনুকূলভাবে পরিদৃষ্ট হওয়ায় তাদৃশ বেদের মোহনশক্তির প্রতি ভগবানের ক্ৰোধ ‘জীবে দয়া’রই প্রকৃষ্ট উদাহরণ; প্রকৃত-প্রস্তাবে যে বেদশাস্ত্র তাঁহার সেবায় নিযুক্ত, তাহার প্রতি প্রভুর ক্রোধের কোন সম্ভাবনা নাই। কেবল নির্বিশেষপর বেদপাঠিগণের অমঙ্গলের প্রতিই তাঁহার ক্রোধ।