হেন সদানন্দ তুমি যে কর যখনে।
বল দেখি বেদে তাহা জানিবে কেমনে ॥
হে নিত্যানন্দ বিশ্বম্ভর! তুমি যখন যে লীলা প্রকাশ কর, সেই সকল লীলার কথা সীমাবিশিষ্ট বেদ কি প্রকারে অবগত হইবে? আধ্যক্ষিকজ্ঞান-সম্পন্ন ত্রিগুণবদ্ধ জীবকূলের দৃশ্যের অন্যতম বেদসকল অধোক্ষজ বৈকুণ্ঠবর্ণনে অসমর্থ। কর্মকাণ্ড “ও জ্ঞানকাণ্ড নিপুণ জনগণ স্ব-স্ব-আধ্যমিক চেষ্টায় যে সকল প্রয়াস করেন, তাঁহাদের জন্য বেদশাস্ত্র ভক্তজনের প্রাপ্য বাস্তব সত্য প্রদান করেন না।