যত দেখি শুনি প্রভু! অনন্ত ভুবন।তো’র লোমকূপে গিয়া মিলায় যখন ॥
ভুবনের সংখ্যা—অনন্ত, সেই অসংখ্য ভুবনসমূহ তোমার লোমকূপে অবস্থান করে।