যে বেদের মত করে সকল সংসার।সেই বেদ সর্ব তত্ত্ব না জানে তোমার ॥
সংসারের সকল লোক বেদের অনুগত হইয়া সামাজিক ভাবে জগতে বাস করে। তাদৃশ বেদও তোমার সকল তত্ত্ব বর্ণন করিতে অসমর্থ।