তবু নাহি পায় অন্ত, সেই প্রভু কয়।
তোমার স্তবেতে আর কে সমর্থ হয়?॥
মুরারি বলিলেন—এইরূপ সুবিশাল ব্রহ্মাণ্ডসমূহ অসংখ্য এবং গুরুভারবিশিষ্ট। যে স্তাবক স্বীয় সহস্রজিহ্বাদ্বারা তোমার স্তব করেন এবং তাদৃশ স্তবদ্বারা তোমাকে সম্যক্ রূপে বর্ণন করিয়া তাঁহার তৃপ্তি হয় না, সেই সহস্রবক্ত্র অনন্তদেবের একটিমাত্র ফণারূপ শীর্ষভাগ অনন্ত ব্রহ্মাণ্ড ধারণ করে, সুতরাং অনন্তদেবকে অতিক্রম করিয়া তোমার সুষ্ঠুভাবে স্তব করিতে কেহই সমর্থ নহে।