কিবা হয় কোটি মণি সে নখে চাহিতে।সে হাস্য দেখিতে কিবা করিব অমৃতে ॥
গৌরসুন্দরের নখরাজি লক্ষ্য করিলে দেখা যায় যে, কোটিমণিশোভা সেই পদনখে দেদীপ্যমান। অমৃতনিন্দি হাস্য শোভা প্রদর্শন করিতেছে।