সে আজানু দুই ভুজ,হৃদয় সুপীন।তাহে শোভে সূক্ষ্ম যজ্ঞসূত্র অতি ক্ষীণ ॥
সুপীন হৃদয়,—-উন্নত বক্ষ। অতিক্ষীণ,—অতিসূক্ষ্ম। উন্নত বক্ষের তুলনায় অস্থূল সূত্রগুচ্ছ।