সে দন্ত দেখিতে কোথা মুকুতার দাম।সে কেশবন্ধন দেখি’না রহে গেয়ান ॥
দাম,—শ্রেণী। কেশবন্ধন,—খোঁপা, বেণী, এস্থলে বাউরী-চূলের ‘চূড়া’।