বিশম্ভর-মূর্তি যেন মদনসমান।দিব্য গন্ধ-মাল্য দিব্য বাস পরিধান॥
শ্রীমহাপ্রভুর পরমগম্ভীর মূর্তি, তাহাতে তিনি—কোটি মদন-সদৃশ বিলাস-ভূষণে বিভূষিত ও সৌরভময় কুসুম মালিকা শোভিত, উজ্জ্বল-বসন-পরিহিত স্বয়ংরূপ-বিগ্রহ।