চাহিলাম সর্ব-নবদ্বীপ যার নাম।
সবে না চাহিলুঁ প্রভু! গিয়া অন্য গ্রাম ॥”
তাঁহারা উভয়েই ফিরিয়া আসিয়া প্রভুকে বলিলেন যে, উপাধিক অর্থাৎ বাহ্যচিহ্নযুক্ত কোন নূতন ব্যক্তিরই সন্ধান তাঁহারা পাইলেন না। তাঁহারা প্রহরত্ৰয় যাবৎ নবদ্বীপের কি বৈষ্ণব, কি সন্ন্যাসী, কি গৃহস্থাশ্রম—সকলস্থানই অনুসন্ধান করিয়াছেন, এমন কি বৈষ্ণব-বিদ্বেষী পাষণ্ডিগণের গৃহ দেখিতেও বাকী রাখেন নাই। তাঁহারা কেবলমাত্র নবদ্বীপের বাহিরের গ্রামসমূহ অনুসন্ধান করেন নাই।