দুই মহাভাগবত প্রভুর আদেশে।সর্ব-নবদ্বীপ চাহি’ বুলয়ে হরিষে ॥
হরিদাসঠাকুর ও শ্রীবাসপণ্ডিত, উভয়েই মহাভাগবত। শ্রীগৌরসুন্দরের ইচ্ছানুসারে তাঁহারা শ্রীমায়াপুর প্রভৃতি নবদ্বীপস্থ সকল পল্লীতেই পরমানন্দে সেই স্বপ্নদৃষ্ট মহাপুরুষের অনুসন্ধান করিতে লাগিলেন।