আর্যা তৰ্জা পড়ে প্রভু অরুণ-নয়ন।
হাসিয়া দোলায় অঙ্গ, যেন সঙ্কর্ষণ ॥
আর্যা,—ছন্দোবিশেষ। যে সকল ছন্দে অক্ষরের সংখ্যাবিধি অতিক্রান্ত হয়, অথচ ছন্দাকার বলিয়া উহা গদ্য হইতে পার্থক্য প্রদর্শন করে, তাহাই ‘আর্যা’ বলিয়া খ্যাত। তর্জা, ছন্দোবদ্ধ পদসমূহই চলিত ভাষায় মুখে মুখে রচিত গীত-বিশেষ।