তুমি যা’রে বিলাও, সেই সে তাহা পায়।’’
কম্পিত ভকতগণ দূরে রহি’ চা’য় ॥
প্রভুর বলদেব-ভাবে এইরূপ তর্জন গর্জন শুনিয়া শ্রীবাসপণ্ডিত বলিলেন, “তুমি পান করিবার জন্য যে আসব প্রার্থনা করিতেছ, তাহা অন্য কুত্রাপি পাওয়া যাইবে না, তাহা একমাত্র তোমার নিকটেই আছে। তুমি যাহাকে সেইরূপ মদ্য বিতরণ কর, সেই তাহা পাইয়া থাকে ।