দেখিয়া সন্ত্রম বড় পাইলাম আমি।জিজ্ঞাসিল আমি, ‘কোন্ মহাজন তুমি?’॥
সেই স্বপ্নদৃষ্ট মহাপুরুষ বৃন্দাবন হইতে হিন্দি ভাষা শিক্ষা করিয়া আমার বাড়ীর দ্বারে আসিয়া ১০/২০ বার স্থানীয় লোকদিগকে জিজ্ঞাসা করিতেছেন,—এ-মোকাম নিমাইপণ্ডিতকো হ্যায় কিঁ ও নেই?’।