বাম-শ্রুতিমূলে এক কুণ্ডল বিচিত্র।হলধরভাব হেন বুঝি যে চরিত্র ॥
বামকর্ণে একটী বিচিত্র শোভা-বিশিষ্ট স্বর্ণালঙ্কার। তাঁহার চরিত্র দেখিলে স্বভাবতঃই মনে হয় যে, তিনি বলদেবের ভাবে নিমগ্ন।