বেত্র বান্ধা এক কমণ্ডলু বাম হাতে।নীলবস্ত্র পরিধান, নীলবস্ত্র মাথে ॥
বলদেবের ন্যায় নীল বসন উত্তমাঙ্গে ও অধমাঙ্গে বিরাজমান। বেত্র-নির্মিত একটী কমণ্ডলু বামহস্তে ধৃত।