তা’র মাঝে দেখি এক প্রকাণ্ড শরীর।মহা এক স্তম্ভ স্কন্ধে, গতি নহে স্থির ॥
সেই তালধ্বজ-রথের অভ্যন্তরে এক বিশালকায় মহাপুরুষ; তাঁহার স্কন্ধে স্তম্ভ অর্থাৎ হল-মুষল। তিনি স্থৈর্যভাব অপসারিত। করিয়া চাঞ্চল্যে প্রমত্ত।