নবদ্বীপে নিত্যানন্দচন্দ্র-আগমন।ইহা যেই শুনে, তারে মিলে প্রেমধন ॥
নিত্যানন্দের নবদ্বীপে শুভাগমন-প্রসঙ্গ যাঁহারা শ্রবণ করেন, তাঁহারা তাঁহার কৃষ্ণপ্রেম-প্রদান-লীলায় অভিজ্ঞ হইয়া কৃষ্ণপ্রীতি লাভ করেন।