সে মহিমা বলে হেন কে আছে প্রচণ্ড।
যে প্রভু ভাঙ্গিলা গৌরসুন্দরের দণ্ড ॥
তিনি সাক্ষাৎ বলদেবপ্রভু, সুতরাং তাঁহার মহিমা-বল অন্য কোন বস্তুর সহিত তুলনা হইতে পারে না। যিনি গৌরসুন্দরের বিধির আনুগত্য প্রদর্শন-লীলা অতিক্রম করিয়া তাঁহার বৈধদণ্ড ভঙ্গ করিয়াছিলেন, তাঁহার বলের সহিত অন্য কাহারও শক্তির তুলনা হইতে পারে না। গৌরসুন্দরের নির্দিষ্ট বিধি সকলেই পালন করিতে বাধ্য। তিনি চতুর্দশ ভুবনপতিরূপে স্বয়ং লোকাদর্শ হইয়া বিধিপালনের মর্যাদা দেখাইতেছেন। তৎকালে নিত্যানন্দপ্রভু তাহাতে অসহিষ্ণু হইয়া তাঁহার বিধিপালন পরা আদর্শ-লীলা পরিবর্তিত করিয়াছিলেন। অন্ত্য ২য় পঃ দ্রষ্টব্য।