কোটি চন্দ্র জিনিয়া বদন মনোহর।জগতজীবন হাস্য সুন্দর অধর ॥
জগতজীবন হাস্য...অধর,—জগতের প্রাণিমাত্রের জীবনীশক্তি-প্রদায়ক যাঁহার হাস্যশোভনীয় ওষ্ঠে বিরাজমান।