মহা-অবধূত-বেশ প্রকাণ্ড শরীর।
নিরবধি গভীরতা দেখি মহাধীর ॥
যাঁহারা সন্ন্যাস-বিধিতে সিদ্ধিলাভ করিয়াছেন এবং বাহ্য সন্ন্যাসের প্রতি যাঁহাদের স্বাভাবিক ঔদাসীন্য আসিয়াছে, তাঁহাদেরই ‘অবধূত’-সংজ্ঞা। অবধূতগণের বাহ্য চিহ্নে অনাদর দেখিয়া অনেকেই ভ্রান্ত হন। বিবিৎসা-প্রদর্শনকারি-সন্ন্যাসী সিদ্ধিলাভ করিলেই বিদ্বৎসন্ন্যাসী বা অবধূতনামে প্রসিদ্ধি লাভ করেন। শ্রীনিত্যানন্দপ্রভু তাদৃশ অবধূতগণের মধ্যে সর্বশ্রেষ্ঠ।তাঁহার গাম্ভীর্য, অতিশয় ধৈর্য নন্দনাচার্য দর্শন করিলেন।