নিত্যানন্দ জানিলেন প্রভুর প্রকাশ।যে অবধি লাগি করে বৃন্দাবনে বাস ॥
শ্রীনিত্যানন্দপ্রভু মহাপ্রভুর মহাপ্রকাশ অপেক্ষা করিয়াই বৃন্দাবনে তৎকালাবধি বাস করিয়াছিলেন। যে অবধি লাগি’,—যে প্রকাশকালের অপেক্ষা করিয়া।