নিরন্তর সংকীর্তন—পরম-আনন্দ।দুঃখ পায় প্রভু না দেখিয়া নিত্যানন্দ ॥
মহাপ্রভু নবদ্বীপে পরমানন্দে যে কালে সর্বক্ষণ সঙ্কীর্তন-প্রচারে ব্যস্ত ছিলেন, সেইকালে তিনি নিত্যানন্দপ্রভুর অনাগমনে দুঃখিত হইয়াছিলেন।