এইমতে বৃন্দাবনে বৈসে নিত্যানন্দ।নবদ্বীপে প্রকাশ হইলা গৌরচন্দ্র ॥
প্রভু নিত্যানন্দ যে-কালে শ্রীবৃন্দাবনে ভ্রমণ করিতেছিলেন, তৎকালে মহাপ্রভু গৌরসুন্দর নবদ্বীপে নিজের স্বরূপ প্রকাশ করিয়াছিলেন।