কদাচিৎ কোন দিন করে দুগ্ধ-পান।
সেই যদি অযাচিত কেহ করে দান ॥
শ্রীনিত্যানন্দপ্রভুর শ্রীবৃন্দাবনে ধূলায় গড়াগড়ি প্রভৃতি লীলাসমূহ কেহই বুঝিতে পারে না। শরীরপুষ্টির জন্য সকলেরই আহার্য সংগ্রহ করিতে হয়, সেই সকল পরিহার করিয়া স্বরূপের বৃত্তি উন্মোষিত হইলে বিষ্ণু-বৈষ্ণবের কৃষ্ণসেবা-রস ব্যতীত অন্য কিছুই সংগ্রহ করিবার প্রবৃত্তি হয় না। নিত্যানন্দপ্রভু অযাচিতভাবে কোন কোন দিন দুগ্ধপান মাত্র করিয়া শরীর রক্ষা করিয়াছিলেন।