প্রভু কেনে ছাড়ে, যা’র হেন অনুরাগ?
বিষ্ণুবৈষ্ণবের এই অচিন্ত্য-প্রভাব ॥
এখানে প্রশ্ন হইতে পারে, ভগবান্ নিত্যানন্দ কি প্রকারে ভক্তবৎসল হইয়া পিতার এবম্প্রকার অভিনিবেশ পরিত্যাগ করিলেন? তদুত্তরে ইহাই বলা যাইতে পারে যে, বিষ্ণু বৈষ্ণবের শক্তির তুলনা হয় না। তাঁহাদের শক্তি মনুষ্য-জ্ঞানে পরিমিত হইবার অযোগ্য।