কেহ বলে,—“চল ঘরে দ্বারে অগ্নি দিয়া।
কাণে পরি’ কুণ্ডল চলিব যোগী হঞা।
শ্রীগৌরসুন্দরকে সন্ন্যাস গ্রহণ করিতে দেখিয়া কেহ কেহ পরামর্শ করিলেন যে, তাঁহারা নিজগৃহদ্বারাদিতে অগ্নি সংযোগ করিয়া দিয়া ‘কান্ফট্’ যোগী হইয়া দেশত্যাগী হইবেন। কান্ফট্যোগীগণ বাহিরের কোন শব্দ তাঁহাদের কর্ণে প্রবিষ্ট না হয়, এজন্য কর্ণদ্বয় ছিদ্র করিয়া তাহাতে দুইটী কীলক প্রবেশ করাইয়া কর্ণের রন্ধ্রদ্বয় অবরুদ্ধ রাখিয়া থাকেন।