মাথায় দিয়া হাত, বুকে মারে নির্ঘাত,‘হরি হরি’ প্রভু বিশ্বম্ভর।সন্ন্যাস করিতে গেলা, আমা সবা না বলিলা,কান্দে ভক্ত ধূলায় ধূসর।