কঁদে সব ভক্তগণ, হইয়া অচেতন,‘হরি হরি বলি’ উচ্চৈঃস্বরে।কি বা মোর ধন-জন, কি বা মোর জীবন,প্রভু ছাড়ি’ গেলা সবাকারে।