এতেকে তোমরা সবে আপনে মিলিয়া।
যেন ইচ্ছা তেন কর, মো যাঙ চলিয়া।”
শ্রীশচীদেবী ভক্তগণকে বলিলেন,-“ভগবানের সকল দ্রব্যের উত্তরাধিকারী-ভক্তগণ; সুতরাং গৌরহরির সকল দ্রব্যে তোমাদেরই অধিকার হইয়াছে ইহাই শাস্ত্রে প্রচারিত। অতএব তোমরা এই সকল গ্রহণ কর, আমি অন্যত্র চলিয়া যাই।’’