প্রভুর নিতাই-সমীপে সন্ন্যাস-গ্রহণের দিবস ও সন্ন্যাস-প্রদাতার নামোল্লেখ—
যে-দিন চলিব প্রভু সন্ন্যাস করিতে।নিত্যানন্দ-স্থানে তাহা কহিলা নিভৃতে।