সংযোগ-বিয়োগ যত করে সেই নাথ।
তান ইচ্ছা বুঝিবারে শক্তি আছে কাত।
জড়জগতের জন্ম, স্থিতি ও ভঙ্গরূপ ত্রিবিধ বিচার অবস্থিত বলিয়া বিয়োগে দুঃখের কথা, সংযোগে বিয়োগভাবজনিত ভোগের ব্যাপার নিহিত আছে। ভগবদিচ্ছায় ভগবৎসেবা-বিমুখ ঐহিক জগৎ ভগবদ্বাধ্য। এখানে যাঁহারা ভগবদ্বিমুখতায় প্রতিষ্ঠিত থাকিয়া ভগবদিচ্ছাশক্তির বিপরীত ইচ্ছা পোষণ করিবেন, তাঁহারা নিজ নিজ দুর্বলতা ক্রমশঃ বুঝিতে পারিয়া ভগবানেই শরণাগত হইবেন। সেবাবিমুখ জনগণ কৃষ্ণের শক্তির পরিচয় বুঝিতে অসমর্থ।